David Beckham : একসঙ্গে মৌনি রায় ও ডেভিড বেকহ্যাম
এটা কি ঘটল? এরকমই এক্সপ্রেশন অভিনেত্রী মৌনি রায়ের পোস্টে। কিন্তু কি এমন হল যে এরকম পোস্ট করতে হল তাকে? আসল ঘটনা হল কিংবদন্তি ইংলিশ ফুটবল টিমের অধিনায়ক ও মেয়েদের ক্রাশ ডেভিড বেকহ্যামের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন মৌনি। ক্যাপশনে লেখা এটা কি ঘটল?। ছবিতে কালো শর্ট গাউনে পাওয়া গেল মৌনিকে। বেকহ্যামকে পাওয়া গেল হালকা নীল ফরম্যাল শার্ট, কালো ব্লেজার আর সাদা প্যান্টে। সেই ছবির কমেন্ট বক্সে নেটিজেনরা একাধিক কমেন্ট করেছেন। তবে শুধু মৌনি নয়, বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুরও বেকহ্যামের সঙ্গে ছবি পোস্ট করেছেন। আসলে দুই নায়িকাই হাজির ছিলেন কাতারের রাজধানী দোহায় আয়োজিত এফ ওয়ান টুর্নামেন্টে। সেখানেই ব্রিটিশ ফুটবল আইকনের সঙ্গে দেখা হয় তাঁদের। মৃণালের ছবির কমেন্ট বক্সে রণবীর সিং তো লিখেই ফেললেন সেক্স গড। প্রসঙ্গত উল্লেখ্য, ইংল্যান্ড ফুটবল টিমের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন ডেভিড বেকহ্যাম। মাঠে ও মাঠের বাইরে রঙিন ক্যারেক্টারের মানুষ ছিলেন তিনি। বেকহ্যামের ফ্রি-কিক ছিল দেখার মতো। দেশের জার্সি ছাড়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ৬টি প্রিমিয়ার লিগের খেতাবও জিতেছেন।